মেহেরপুরে স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন
অন্যান্য

মেহেরপুরে স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

সবার সংবাদ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে খাবার ও পোশাক বিতরণ করেছে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নবজাতক শিশুদের মাঝে ও ডেঙ্গু রোগীদের মাঝে খাবার ও পোশাক বিতরণ করা হয়।

এসময় মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফ সোবাহান, সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক বুরহানুল আজিম রিয়াদসহ জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। শুক্রবার মেহেরপুর স্বেচ্ছাসেবকলীগ প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন উপলক্ষে শিশু পরিবারের এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করবে।