সবার সংবাদ প্রতিবেদক:
কৃষি বিভাগ নির্ধারিত সময়ে মেহেরপুর জেলায় বৃহস্পতিবার (২২ মে) থেকে শুরু হয়েছে হিমসাগর আম সংগ্রহ। প্রথম দিনেই খুচরা পর্যায়ে ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে সুস্বাদু হিসসাগর আম। চলতি সপ্তাহে ঝড় ও বৃষ্টিতে আম বাগানের ব্যাপক ক্ষতি হওয়ায় দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা।
আজ বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন বাগান থেকে আম সংগ্রহ শুরু হয়। বাগান থেকে নিয়ে আসা পাকা ও আধাপাকা আমগুলো স্থানীয় বাজারে খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০ টাকা। তবে বেশিরভাগ আগ বাগান থেকেই ট্রাক বোঝাই করে চলে যাচ্ছে রাজধানী ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরে।
হিমসাগর আম ছাড়াও বাজারে উঠেছে অন্যান্য আম। এর মধ্যে বিশ্বনাথ ৮০ টাকা, বোম্বাই ৬০ টাকা ও আটি আম বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।