সবার সংবাদ প্রতিবেদক:
মেহেরপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে শহরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল আমিন। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সামসুল আলম।
মেলায় ৮ টি স্টলে দেশীয় বিদেশী ফলের পসরা সাজিয়ে বসে ছিলেন স্টল মালিকরা। দেশী ফলের মধ্যে ছিলো, আম, জাম, কাঁঠাল, কলা, সবেদা, আশ ফল, গাব, বাতাবি লেবু, কামরাঙ্গা তাল নানা প্রজাতির ফল সোভা পাচ্ছে স্টলগুলোতে।
মেলায় প্রধান অতিথি বিলেন, বিদেশী ফলের ভিড়ে দেশীয় অনেক পুষ্টি সমৃদ্ধ ফল হারিয়ে গেছে। তারপরও স্টগুলোতে বিলুপ্তপ্রায় সব ধরনের ফল সংগ্রহ করে প্রদর্শণী করা হয়েছে। এতে ফলগুলো চাষে উদ্বুদ্ধ সাধারণ মানুষ। এ প্রজন্মের শিশুরা পরিচিত হতে পারবে দেশীয় অনেক ফলের সাথে। তিনি আরো বলেন, বিদেশী ফলের চাইতে দেশীয় ফলের পুষ্টিগুন অনেক বেশি। তাই দেশীয় ফলগুলো বাড়ির আঙ্গিনা থেকে শুরু করে পারিত্যাক্ত জমিতে দেশীয় ফলের চাষ বাড়াতে হবে।







