মেহেরপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ড্রেন ও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
অন্যান্য মেহেরপুর

মেহেরপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ড্রেন ও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালদার পাড়ায় ড্রেন ও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরের দিকে ২ নম্বর ওয়ার্ডের হালদার পাড়ায় ড্রেন ও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। 

এসময় অন্যদের মধ্যে ২নং ওয়ার্ড কাউন্সিলর আল মামুন, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, যুবলীগ নেতা ইয়ানুচ আলী, ছাত্রলীগ নেতা মাসুদ রানাসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ২ নং ওয়ার্ডের হালদার পাড়ায় ৩৫৩ মিটার রাস্তা ও ড্রেন নির্মাণ করা হয়। এতে ব্যায় ধরা হয়েছে ৯০ লক্ষ টাকা। এসময় সেখানে দোয়া ও মোনাজাত করা হয়।