সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ৫১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মুহাঃ আব্দুস সালামের সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড. খন্দকার একরামুল হক হীরা, নির্বাহী সদস্য অ্যাড. একেএম শফিকুল আলম প্রমূখ।
আলোচনা সভার শুরুতেই সেখানে শোক প্রস্তাব করা হয়। এবং সদস্যদের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করে সেখানে দেওয়া অনুষ্ঠিত হয়।