মুজিবনগরে ১১’শ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
আইন-আদালত মেহেরপুর

মুজিবনগরে ১১’শ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরের মুজিবনগর-দর্শনা সড়কের বল্লভপুর নামক স্থানে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছ পুলিশ। সোমবার (২ জুন) বিকেলে একটি মোটরসাইকেলসহ মোফাজ্জেল হককে (৪৬) আটক করা হয়। পরে তার মোটরসাইকেলে তল্লাশী চালিয়ে এক হাজার একশ পিস ইয়াবা উদ্ধার করা হয়।আটক মাদক কারবারী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার লক্ষিপুর গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে।  

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মুজিবনগর উপজেলার কেদারগঞ্জবাজার থেকে একটি ইয়াবার চালান মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে মুজিবনগর-দর্শনা সড়কের বল্লভপুর নামক স্থানে অবস্থান নেয় ওসিসহ মুজিবনগর থানা পুলিশের একটি দল। পরে দ্রুত গতির মোরসাইকেলের গতিরোধ করে পুলিশের ঐ দলটি। মোটরসাইকেলে তল্লাশী চালিয়ে একটি ব্যাগের ভিতরে পলিথিনে মোড়ানো এক হাজার এক শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, ইয়াবার এই চালানটি কক্সবাজার থেকে মুজিবনগরে এসেছিলো বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এখান থেকেই ইয়াবার চালান ক্ষুদ্র ক্ষদ্র করে ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়। আটক মোফাজ্জল হককে জিজ্ঞাসাবাদ চলছে। এই ইয়াবার চালানটি কে কিভাবে নিয়ে আসছিলো, কোথায় বিক্রি করা হতো সে তথ্যগুলো বের করার চেষ্টা করা হচ্ছে। তার নামে মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতিও চলছে।