মেহেরপুরে এক ভুয়া পুলিশ আটক, মোটরসাইকেল উদ্ধার
টপ নিউজ আইন-আদালত মেহেরপুর

মেহেরপুরে এক ভুয়া পুলিশ আটক, মোটরসাইকেল উদ্ধার

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে সোহেল রানা (২৬) নামের এক ভুয়া পুলিশকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (১৩ মার্চ) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল আলমের নেতৃত্ব পুলিশের একটি টিম ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার সাকেরদাহ উত্তরপাড়া থেকে তাকে আটক করে। আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল আলম।

আটক সোহেল রানা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর গ্রামের সোনাউল্লার ছেলে। 

জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল আলম জানান, গত ১০ই মার্চ সোহেল রানা পুলিশ পরিচয়ে বারাদি বাজারে সবুজের গ্যারেজ থেকে একটি মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। পরে তারা মেহেরপুর থানায় একটা অভিযোগ করে। পরেপুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে আটক করে। আটককালে তার কাছে থেকে সাব-ইন্সপেক্টর ব্যাচ, পুলিশের পোশাক, পিস্তল কাভার, পুলিশ জ্যাকেট ও চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।