মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার
টপ নিউজ মেহেরপুর

মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে একটি ভারতীয় ওয়ান শুটারগান, ৫২ রাউন্ড গুলি ও ১৮ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামে মেহেরপুর সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলি উদ্ধার করেন।

জানা গেছে, রাধাকান্তপুর কবরস্থানে একটি ডাকাত দল নাশকতা ও ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবরের ভিত্তিতে মেজর ফজলে রাব্বির নেতৃত্বে সেনা সদস্যদের একটি টহল দল সেখানে অভিযানে যায়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১টি ভারতীয় ওয়ান শুটারগান, ৩৩ রাউন্ড ০.২২ মিমি গুলি, ৭ রাউন্ড ১২ গেজ গুলি এবং ১৮টি ব্যবহৃত ১২ গেজ গুলির খোসা উদ্ধার করা হয়।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন আহমেদ জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানায় জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।