সবার সংবাদ প্রতিবেদক:
মেহেরপুরের নবাগত পুলিশ সুপার মাকসুদা আকতার খানম (পিপিএম) এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ সুপারের কনফারেন্স রুমে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, আব্দুল করিম (সদর সার্কেল), জেলা প্রেস ক্লাবের সভাপতি তোযাম্মেল আযম, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সিনিয়র সাংবাদিক তুহিন অরন্য, বাসস প্রতিনিধি দিলরুবা খাতুনসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সমসাময়িক আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা করা হয়। নবাগত পুলিশ সুপার মেহেরপুরকে সুন্দর করে গড়ে তোলার জন্য সাংবাদিকদের ভুমিকা সহ সহযোগিতা কামনা করেন।