সবার সংবাদ প্রতিবেদক:
মেহেরপুর সদর উপজেলার ১১ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার এবং ২১ দরিদ্র মেধাবী নারী শিক্ষার্থীকে সাইকেল উপহার দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসন কার্যালয় চত্বরে উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা সাইদুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জেলার বিভিন্ন স্থানে হতদরিদ্র ১১ প্রতিবন্ধীকে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় হুইলচেয়ার প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী নারী শিক্ষার্থীর মধ্য থেকে ২১ জনকে বাইসাইকেল উপহার প্রদান করা হয়। প্রশাসনের এই উপহার পেয়ে খুশি প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা।
বাইসাইকেল পেয়ে স্কুলে সময়মতো যাতায়াত, ইভটিজিং প্রতিরোধ এবং পড়াশোনার প্রতি আরো মনোযোগী হতে সাহায্য করবে বলে জানায় শিক্ষার্থীরা। এমন উদ্যোগ আরো বড় পরিসরে নিতে পারলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়বে বলে মনে করছেন শিক্ষকরা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিবন্ধীদের নিয়মিত সহায়তা প্রদান করা হচ্ছে আর নারী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সাইকেল প্রদান কর্মসূচি ইউনিয়ন পর্যায়ে বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে।







