সবার সংবাদ ডেস্ক :
শিশু, কৈশর, তারুণ্য পেরিয়ে অরণি আজ তরতাজা ভরা যৌবনদীপ্ত যুবক। অনেক চড়ায় উৎড়ায় অতিক্রম করে অনেক ভালো কাজের কৃতিত্বের সাক্ষর রেখে মেহেরপুরের সাংস্কৃতিক অঙ্গনে দাপিয়ে বেড়ানো অরণি আজ কষ্টার্জিত ৩০ বছরে পা দিল। আজ অরণির জন্মদিন।
ঢোলা প্যান্টের সাথে ঢোলা প্যাঞ্জাবী পড়ে কখনোবা কাঁধে ব্যাগ ঝুঁলিয়ে মেহেরপুর শহরের যে ছেলেটির মস্তিস্ক এবং মন থেকে জন্ম নেয় অরণি। তার নাম নিশান সাবের। বলা যায় একক পরিশ্রমে সকলকে সাথে নিয়ে সুহৃদয় মানুষের সহযোগীতায় অরণির ৩০ বছরের পথচলা। এই দীর্ঘ পথচলায় সংগঠন অরণি ইটপাথরের অট্টালিকা গড়ে তুলতে পারেনি। তবে, অরণির ছায়াতলে থেকে সুস্থ সাংস্কৃতিক কর্মকান্ডে নিজেকে যুক্ত করে এই জেলার প্রায় সহস্রাধিক ছেলেমেয়ে নিজেদেরকে সুস্থ সাংস্কৃতিক চর্চায় সমৃদ্ধ করে আজ দেশে এবং বিদেশের নানা প্রান্তে অবস্থান করছেন। অরণির কারণে দেশ বরেণ্য অনেক গুণী ব্যাক্তিত্বের পদচারণ ঘটেছে এই মেহেরপুর শহরে। মহান ভাষা, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ সহ অসাম্প্রদায়িকতা ও মৌলবাদবিরোধীতা অরণির মূলমন্ত্র। অনেক ঝুঁকি, বাধা মোকাবিলা করে অরণিকে এ যুদ্ধ এগিয়ে নিতে হয়েছে। তাই আজ মেহেরপুরের সাংস্কৃতিক অঙ্গন নিয়ে কিছু বলতে গেলে আলোচনায় অরণির নাম চলে আসে। অরণি জন্ম লগ্ন থেকে দেশের মাটির সাংস্কৃতিকে ঐতিহ্যকে তুলে ধরতে কাজ করে যাচ্ছে। বিশেষ করে লালন, বাউল, পল্লীগীতি, কবিতা, নাটক, লাঠিখেলা, জারিসারির মত মাটির গন্ধের সাথে মিশে থাকা এমন অনেক আয়োজন করে প্রশংসিত হয়েছেন। অরণি থিয়েটার তাদের সুস্থ সাংস্কৃতিক কার্যক্রমকে শিশু বয়স থেকে গড়ে তোলার মানসে অরণি চিলড্রেনস থিয়েটার করে শিশুদের সংঘবদ্ধ করে একটি সুন্দর প্রজন্ম গড়তেও কাজ করে যাচ্ছে। নতুন কিছু করা, নতুনদের মূল্য দেওয়া, পুরনোকে সামনে আনা, গুণীদের সম্মানিত করা অরণির ব্রত বা অঙ্গিকার।
১ নভেম্বর অরণি থিয়েটারের পথচলার ৩০ বছর উপলক্ষ্যে মেহেরপুর শামসুজ্জোহা পার্কে আয়োজন করেছে নানা কর্মসূচী। অরণি বলছে ভালো, মন্দ, ভুল, ত্রুটি, পারা না পারার অজুহাত নয়। সংগঠনটি সামনে এগুতে চাই সাধ এবং সাধ্যের সমন্বয় ঘটিয়ে। এই ৩০ বছর পূর্তিতে অরণি মেহেরপুরের প্রেরণাযুক্ত ও প্রতিশ্রুতিশীল একটি সংগঠন হয়ে জেলার সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের নানা ক্ষেত্রে আরও বেশি ভুমিকা রাখতে চায় বলছে।
অরণি’র সাধারণ সম্পাদক আতিক স্বপন জানিয়েছেন- “অনিয়ম ও অকল্যাণের বিরুদ্ধে শিল্পের শাণিত উদ্যোগ” এই শ্লোগানকে ধারণ করে অরণি প্রতিবারের মত এবারও শহীদ ড. শামসুজ্জোহা পার্কে জাঁকজমকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে সম্মাননা প্রদান, সাংস্কৃতিক ও নাট্যাংশ পর্ব, কৌতুক পর্ব, কুইজ ও অন্যান্য অনুষ্ঠান। জেলার বিভিন্নস্তরে নির্বাচিত প্রতিনিধিদেরও মিলনমেলা হবে আজকের দিনটি। অরণি কৃতিদের পাশাপাশি নির্বাচিত প্রতিনিধিদেরও আজ সম্মানিত করবে। অনুষ্টানে এনটিভি’র জনপ্রিয় রিয়েলিটি শো “হাসো” অনুষ্টানের কৌতুক অভিনেতা রবিণ ও রিয়ার কৌতুকপর্ব রয়েছে। অরণি জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সকলকে সন্ধ্যায় শামসুজ্জোহা পার্কে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে। শুভ জন্মদিন অরণি। শুভকামনা ৩১ এর অরণিকে।