গাংনীতে কুমড়া চাষি মহাম্মদ আলীর স্বপ্ন এখন পানির নিচে
টপ নিউজ অন্যান্য

গাংনীতে কুমড়া চাষি মহাম্মদ আলীর স্বপ্ন এখন পানির নিচে

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে গত কয়েকদিনের বৃষ্টির কারণে ধান ও মিষ্টি কুমড়াসহ বিভিন্ন ফসলের ক্ষতি সাধিত হয়েছে। ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। বিশেষ করে বৃষ্টিতে মিষ্টি কুমড়ার পচন ধরছে। বৃষ্টির কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের চান্দামারী গ্রামের মহাম্মদ আলী।

তিনি  বলেন, ‘আমি ৬ বিঘা জমিতে মিষ্টি কুমড়া লাগিয়েছি। গাছে কুমড়াও বেশ ভাল ধরেছে। কিন্তু গত কয়েকদিনের বৃষ্টির পানিতে ফলে পচন ধরেছে। বৃষ্টির কারণে আমার জমিতে হাটু পানি। মনে হচ্ছে বর্ষাকাল। কৃষক মহাম্মদ আলী অন্যের জমি বর্গা ৬ বিঘা জমিতে মিষ্টি কুমড়া লাগিয়ে তা দেখে আয়ের স্বপ্ন তার কয়েক লক্ষ টাকা। কিন্তু তার এখন পানির নিচে। প্রাকৃতিক দুর্যোগে বৃষ্টি হওয়ার কারণেই এমন ক্ষতি অংক তাকে গুনতে হচ্ছে।

কৃষক মহাম্মদ আলী বলেন, আমার ৬ বিঘা জমির কুমড়া ক্ষেতে খরচ হয়েছে প্রায়ই ৮০ হাজার টাকা। তারপর আবার জমি বর্গার টাকা। তাই এ খরচ কিভাবে তুলবো? এদিকে কুমড়ার জমিতে পানি জমে থাকায় পাতা ও টগা ধীরে-ধীরে শুকিয়ে যাচ্ছে। পচন ধরেছে কুমড়ায়। বৃষ্টির পানির কারণে মহাম্মদ আলীর মতো গাংনী উপজেলার শতশত কৃষক তাদের কুমড়া-ধানসহ বিভিন্ন ফসল ঘরে তোলা নিয়ে দুচিন্তায় রয়েছে।

গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন জানান, কৃষি বিভাগ থেকে ইতোমধ্যে উপজেলার বিভিন্ন মাঠ পরিদর্শন করা হয়েছে। বৃষ্টির পানি ক্ষেত থেকে নামতে শুরু করেছে। তাতে ফসলের তেমন ক্ষতি হবেনা। তবে কুমড়ার পচন ঠেকাতে কৃষকদের পরামর্শ প্রদান করা হয়েছে।