সবার সংবাদ প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন আলম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। যুবক শাহিন বাঁশবাড়ীয়া গ্রামের রেজাউল হকের ছেলে। শনিবার (৬ জুলাই) বিকেলে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,শাহিন গােসল করার জন্য বিদ্যুৎ চালিত পাম্প থেকে পানির নেয়ার জন্য পাম্পের সুইজ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর ভাবে আহত হয়।
প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন। পাম্পের কােন ত্রুটির কারণে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনি মারা গেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আতিকুজ্জামান জানান, হাসপাতালে আসার আগেই শাহিন আলমের মৃত্যু হয়েছে। গাংনী থানার ওসি তাজুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।