এই সরকার হলো কৃষি বান্ধব সরকার--কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
টপ নিউজ মেহেরপুর

এই সরকার হলো কৃষি বান্ধব সরকার--কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

সবার সংবাদ ডেস্ক:

খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালিন সারের দাম ছিল ৯০ টাকা কেজি। আর বর্তমান সরকার দেয় ১৬ টাকা কেজি। খালেদা জিয়ার সব মিলিয়ে বাজেট ছিল ৬৫ হাজার কোটি টাকা এখন বর্তমান শেখ হাসিনার সরকার শুধু সারের বাজেটই হলো ৪৬ হাজার কোটি টাকা। এই সরকার হলো কৃষি বান্ধব সরকার।

কৃষিকে সমৃদ্ধ করে বাংদেশের অর্থনীতিকে বিশ্বের দরবারে। আজ সকালে মেহেরপুর জেলা প্রশাসন ও কৃষি বিভাগের উদ্যোগে কৃষি প্রযুক্তি ও কৃষি ঋন মেলার উদ্বোধনকালে এই কথাগুলি বলেছেন  বাংলাদেশ সরকারে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

তিনি আরো বলেন মেহেরপুরের কৃষি বাংলাদেশের মধ্যে সব চেয়ে প্রযুক্তিশীল। বাংলাদেশের অনেক অঞ্চলে বছরে একটি বা দুটি ফসল উৎপাদন হয় কিন্তু মেহেরপুর জেলায় বছরে ৬টি পর্যন্ত ফসল উৎপাদন হয়। এই জেলার কৃষি যাতে আরো উন্নত হয় সেজন্য আমি এবং আমার সরকার সব ধরনের সহযোগীতা করবে।

মেহেরপুর জেলা প্রশাসন চত্বরে কৃষি প্রযুক্তি ও কৃষি ঋণ মেলার উদ্বোধন অনুষ্ঠিানে জনপ্রশাসন প্রতিমন্ত্রি ফরহাদ হোসেন-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন এমপি।

উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খাঁন, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মুজুমদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।সকাল সাড়ে ১০ টার সময় প্রধান অতিথি কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক কৃষি ঋন মেলার উদ্বোধন করে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলাতে ২০ টি স্টল স্থান পেয়েছে। অনুষ্ঠান শেষে বিভিন্ন ব্যংক কর্তৃক কৃষি ঋনের চেক বিতরন করেন।