সবার সংবাদ ডেস্ক :
ভারতের সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে ডি ওয়াই চন্দ্রচূড়ের নাম সুপারিশ করলেন দেশের বর্তমান প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত। ৯ নভেম্বর অবসর নেবেন ললিত। ইতিমধ্যেই সুপারিশের চিঠি প্রধান বিচারপতি হস্তান্তর করেছেন ডি ওয়াই চন্দ্রচূড়ের কাছে। কেন্দ্রীয় আইনমন্ত্রক গত ৭ অক্টোবর প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছিল। অনুরোধ করা হয়েছিল, নয়া বিচারপতির নাম সুপারিশ করতে। দেশের ৫০ তম প্রধান বিচারপতি হতে চলেছেন ডি ওয়াই চন্দ্রচূড়। দু’বছর তিনি প্রধান বিচারপতি পদে থাকবেন। তাঁর অবসর ২০২৪ সালের ১০ নভেম্বর।
এদিকে, শীর্ষ আদালতের চার বিচারপতির শূন্যপদ পূরণের প্রক্রিয়া বন্ধ রাখল পাঁচ শীর্ষ বিচারপতির কলেজিয়াম কমিটি। প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের নেতৃত্বাধীন কলেজিয়াম আর ওই চার শূন্যপদ পূরণে পদক্ষেপ করবে না। ৯ নভেম্বর অবসর নেবেন প্রধান বিচারপতি ললিত। তারপর প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন কলেজিয়াম ওই চার শুন্য বিচারপতির পদ পূরণের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।