মুজিবনগরে নারীর মরদেহ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যা?
টপ নিউজ মেহেরপুর

মুজিবনগরে নারীর মরদেহ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যা?

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের মাঠ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে মুজিবনগর থানা পুলিশ। সোমবার বিকেলে মহাজনপুর গ্রামের এস আর আব্দুর রাজ্জাকের ইটভাটার পাশে ফিরাতুলের গম ক্ষেত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়- মহাজনপুর গ্রামের ফিরাতুল প্রতিদিনের মত সোমরার বিকালে গম ক্ষেত দেখার উদ্দেশ্যে মাঠে যায়। একপর্যায়ে সেখানে অজ্ঞাত নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। মরদেহ উদ্ধারে সময় নারীর বিবস্ত্র ও হাত-পা বাঁধা অবস্থায় ছিল। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। কপালে রক্ত জমাটবাধা ছিল।  তাই হত্যা করে মরদেহ ফেলে রাখা হতে পারে বলে ধারণা পুলিশের।

এ বিষয়ে ইউপি সদস্য সোহরাব হোসেন ও ইউপি সদস্য ফিদু শেখ জানান, ঘটনাস্থলে গিয়ে আমরা এবং আশেপাশের গ্রামের লোকজন কেউ মরদেহের পরিচয় শনাক্ত করতে পারিনি। ফলে কে এবং কেন এই হত্যা ঘটিয়ে ফেলে রেখে যাওয়া এই প্রশ্ন সবার। ঘটনার বিষয়ে মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উন্মোচনের চেষ্টা করছে পুলিশ।

স্থানীয়রা বলছেন- মরদেহের পাশে নারীর পোশাক ওড়না যত্রতত্র পড়ে ছিল। থ্রী পিচ পোশাকটি রঙিন এবং দামী। ফর্সা চেহারার নারীটির বয়স ২৪-২৬ বছর। সবমিলিয়ে ধর্ষণ শেষে হত্যা করে মরদেহ ফসলী মাঠের মধ্যে ফেলে গেছে কোন দুর্বৃত্তচক্র। তবে, পুলিশ বলছে নিহত নারীর পরিচয় জানা এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এটা হত্যা নাকি আত্মহত্যা সেটা বলা সম্ভব নয়।