মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মটর শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ আহত-৩
অন্যান্য মেহেরপুর দুর্ঘটনা

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মটর শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ আহত-৩

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরে প্রাইভেট কার ও মোটরসাইকেল দুর্ঘটনায় জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা সহ তিন জন আহত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের রাজনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  

ঘটনা সুত্রে জানা গেছে, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা তার প্রাইভেট কারে মেহেরপুরের দিকে আসছিলেন, এমন সময় রাজনগর এলাকায় পৌছালে  একটি মোটরসাইকেল প্রাইভেট কারটিকে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার সৃষ্টি হয়।

তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল আহতদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল  নিয়ে আসেন। আহত অন্যরা হলেন, মোটরসাইকেল চালক মেহেরপুর নতুন পাড়ার মুকুলের ছেলে মোখলেছুর ও আরহী মুজিবনগর উপজেলার শিবপুর এলাকার রমজান আলি।

বর্তমানে সভাপতি সোনা এবং মোটরসাইকেল আরোহী হাসপাতালে প্রথমিক চিকিৎসা নিয়ে বিপদ মুক্ত থাকলেও মোটরসাইকেল চালক মোখলেসুর রহমানকে  প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।