সবার সংবাদ প্রতিবেদক:
মেহেরপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মালম্বী ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে মেহেরপুর শহরের হোটেল বাজার ও বড় বাজারের ২৫ জন হিন্দু ধর্মালম্বী ব্যবসায়ীদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আই.বি.ডব্লিউ.এফ) মেহেরপুর জেলার শাখার আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর জামায়াতের আমির ও কাউন্সিলর সোহেল রানা ডলার।
এছাড়াও এসময় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আই.বি.ডব্লিউ.এফ) মেহেরপুর জেলার শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পলাশ, বিশিষ্ট ব্যবসায়ী সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।