সবার সংবাদ প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা গ্রামে বিদ্যুত স্পৃষ্টে মাসুদ রানা (৩৪) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। কৃষক মাসুদ রানা ধানখােলা গ্রামের বাগানপাড়ার আলাউদ্দীনের ছেলে। বৃহস্পতিবার (৩০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মাসুদ রানা গ্রামের মাদার বাগান মাঠে বিদ্যুত চালিত সেচ পাম্প দিয়ে ধানের চারায় সেচ দিচ্ছিলেন। অসাবধানবশত বিদ্যুত তার শরীরে স্পর্শ করলে,তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় মাঠের অন্যান্য কৃষকরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন।