সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে জেলা আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশে জনপ্রশাসন প্রতিমন্ত্রী
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর ১ আসনের সাংসদ ফরহাদ হোসেন বলেছেন, নির্বাচনের রোড ম্যাপ হয়েছে গেছে। আমরা নির্বাচনের কার্যক্রম শুরু করে দিয়েছি। আওয়ামী লীগ নির্বাচনের জন্য প্রস্তুত। কোন ষড়যন্ত্র নির্বাচন বানচাল করতে পারবে না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শান্তির জনপদে পরিনত হয়েছে।
সেই শান্তি যদি কেও নষ্ট করতে চাই তাহলে জনগন তাদের প্রতিহত করবে। শনিবার বিকালে ড. শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে জেলা আওয়ামী লীগের আয়োজনে উন্নয়ন ও শান্তি সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ফরহাদ হোসেন আরও বলেন, বাংলাদেশের এমন কোন জায়গা নেই যেখানে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোয়া লাগেনি।
বাংলাদেশ এখন মেট্রোরেলের দেশ বাংলাদেশ এখন কর্ণফুলী টানেলের দেশ, বাংলাদেশ এখন পদ্মা সেতুর দেশ, বাংলাদেশ এখন পরমানু বিদ্যুৎতের দেশ। শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে বাংলাদেশ। যাদের ঘর নেই তাদের ঘর দিয়েছেন শেখ হাসিনা। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন শেখ হাসিনা।
ডানে বামে সামনে পিছনে সব খানেই শুধু উন্নয়ন আর উন্নয়ন। আপনারা ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করেছিলেন বলেই দেশে এতো উন্নয়ন। সামনে আরও পরিকল্পনা আছে। তাই উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক , সহ সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মেহেরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ, দারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, আহমদ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন, মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বারাদী ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন, বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন, মোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান খান, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতিন, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন, মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধঁন।
এসময় কেন্দ্রীয় যুবমহিলা লীগের সহ সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল হালিম, জহুরুল ইসলাম, মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা অ্যাডভোকেট রুতশোভা মন্ডল, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মিজানুর রহমান হিরন, কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ, সাধারন সম্পাদক কুতুবউদ্দিনসহ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দুপুর ২টা থেকেই সমাবেশে যোগ দিতে বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে মানুষ জড়ো হয় শহীদ শামসুজ্জোহা পার্কের উদ্দেশ্যে। বাস, ট্রাক, অটোরিকশা, ইজিবাইক, নছিমন, করিমন যানবাহনযোগে আবার কেউ পায়ে হেঁটে বা বাই সাইকেল চালিয়ে দূরদূরান্ত থেকে আসে সমাবেশ যোগ দিতে। সমাবেশে মানুষের উপচেপড়া উপস্থিতির কারণে অসংখ্য মানুষ ভীড় ঠেলে সভাস্থল পর্যন্ত যেতে পারেনি। তাই পুরো শহর ছিলো লোকে লোকারণ্য।