সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে শিক্ষক দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল দশটার সময় মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ শফিউল ইসলাম সরদার এর নেতৃত্বে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহীদ শামসুজ্জোহা পার্ক থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অন্যদের মধ্যে পুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন ধুমকেতু, মেহেরপুর সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ হাসানুজ্জামান মালেক, জেলা শিক্ষা অফিসার মাহফুজ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভুপেন রঞ্জন রায়,শিক্ষক নেতা জাহিদুল ইসলামসহ জেলায় কর্মরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।