স্পোর্টস ডেস্ক:
প্রথম ম্যাচ হারের পর স্বাগতিক নিউজিল্যান্ডের কাছেও ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। ১৩৮ রান তাড়ায় চতুর্থ ওভারে ফিন অ্যালেনের উইকেট তুলে নিতে পারলেও বাংলাদেশ পরে বল হাতে প্রভাব রাখতে পারেনি। দুই উইকেট হারানো দলটি ১৭.৫ ওভারেই জয় নিশ্চিত করেছে।
মূলত নিউজিল্যান্ডকে জয়ের পথে এগিয়ে নিয়েছেন ডেভন কনওয়ে ও কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। তাদের জুটিতেই গড়া হয়ে যায় জয়ের ভিত। ৮৫ রানের জুটিটি ভাঙেন হাসান মাহমুদ। ১৫তম ওভারের শেষ বলে উইলিয়ামসনকে সহজ ক্যাচে পরিণত করেন হাসান। কিউই অধিনায়ক ২৯ বলে ১টি চারে ৩০ রানে ফিরেছেন।
তার পর গ্লেন ফিলিপস ও কনওয়ে মিলে জয় নিয়ে মাঠ ছেড়েছেন। ফিলিপস ৯ বলে ২ চার ও ২ ছক্কায় ২৩ রান করে জয়টা আরও তরান্বিত করেছেন। শরিফুলের বলে তার দুই ছক্কার মারে ১৩ বল আগেই জয় নিশ্চিত হয়েছে। ম্যাচ জয়ের নায়ক কনওয়ে ৫১ বলে অপরাজিত ছিলেন ৭০ রানে। তাতে ছিল ৭টি চার ও ১ ছক্কার মার। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। সাকিব ৩ ওভারে ২৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন ১৪ রানে দুটি উইকেট নেওয়া ব্রেসওয়েল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১৩৭/৮ (শান্ত ৩৩, সোহান ২৫*, আফিফ ২৪, সাকিব ১৬; ব্রেসওয়েল ২/১৪, বোল্ট ২/২৫, সোধি ২/৩১, সাউদি ২/৩৪)
নিউজিল্যান্ড: ১৪২/২ (কনওয়ে ৭০*, উইলিয়ামসন ৩০, ফিলিপস ২৩*; হাসান ১/২৬, শরিফুল ১/৩৯)