গাংনীতে ফ্রেন্ডসশিপ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
খেলাধুলা ফুটবল

গাংনীতে ফ্রেন্ডসশিপ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারীতে ফ্রেন্ডসশিপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫ টার দিকে মাইলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। মাইলমারী মেসার্স মুজিব এন্টার প্রাইজ আয়োজিত টুর্ণামেন্টে মাইলমারী চকপাড়া ফুটবল একাদশ ২-০ গোলে মাইলমারী সর্দারপাড়া ফুটবল একাদশকে হারিয়ে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। 

খেলার প্রথমার্ধ্বে চকপাড়া ফুটবল একাদশের তুহিন ১টি গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। খেলার দ্বিতীয়ার্ধ্বে সর্দারপাড়া ফুটবল একাদশ গোল পরিশোধে মরিয়া হয়ে উঠলেও চকপাড়া ফুটবল একাদশের সবুজের দেওয়া আরও ১টি গোলে করেন।  ফলে ২-০ গোলের মধ্য দিয়ে শেষ হয় টুর্ণামেন্ট। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। গ্রামে দীর্ঘদিন পর এমন ফুটবল টুর্ণামেন্ট দেখতে  শতশত ফুটবল প্রেমীরা মাঠের চারিপাশে ভীড় জমান।