মুজিবনগরে সীমান্তে নারী শিশুসহ ৩০ জনকে পুশইন করেছে বিএসএফ
টপ নিউজ মেহেরপুর

মুজিবনগরে সীমান্তে নারী শিশুসহ ৩০ জনকে পুশইন করেছে বিএসএফ

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরের মুজিবনগরে দুই দিনের ব্যবধানে নারী, পুরুষ ও শিশুসহ ৩০ জনকে বাংলাদেশে অভ্যন্তরে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এনিয়ে গত ২ দিনের ব্যবধানে ৪৯ জনকে পুশইন করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

মঙ্গলবার ভোররাতে মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্ত পিলার ১০১ কাগমারী মাঠ দিয়ে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় বিএসএফ। তারা সীমান্ত পার হয়ে আসলে আনন্দবাস বিওপি ক্যাম্পের টহলরত বিজিবি  সদস্যরা তাদের আটক করে। পরে তাদের মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়। আটককৃতদের মধ্যে বিভিন্ন বয়সী ১২ জন শিশু ৯ জন নারী ও ৯ জন পুরুষ রয়েছে।

আটককৃতদের সাথে কথা বলে জানা গেছে, তারা বাংলাদেশের নাগরিক। দীর্ঘ ১২ থেকে ১৪ বছর আগে দালালের মাধ্যমে কাশিয়াবাড়ি সীমান্ত দিয়ে  কাজের সন্ধানে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ভারতের হরিয়ানা রাজ্যে পরিবার নিয়ে বসবাস করত এবং সেখানে বিভিন্ন  ইট ভাটায় কাজ করত।

গত ছয়-সাত দিন আগে তাদেরকে ভারতের হরিয়ানা রাজ্যের পুলিশ বিভিন্ন এলাকার ইটভাটা থেকে আটক করে বিএসএফ'র নিকট হস্তান্তর করে। পরে তাদের গাড়ি করে নিয়ে এসে মঙ্গলবার ভোরবেলায় সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেয় বিএসএফ।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জাকির হোসেন জানান, ভোরে বিএসএফ কর্তৃক ঠেলে দেওয়া ৩০ জনকে বিজিবি আটক করে মুজিবনগর থানায় হস্তান্তর করেছে। তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে পরর্বতীতে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।