সবার সংবাদ প্রতিবেদক:
স্বামীর সঙ্গে মোটরসাইকেলযোগে শশুর বাড়ি যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মেহেরপুরে ফারহানা ওয়াহেদা অমি (২৬) নামের এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল নয়টার দিকে সদর উপজেলার ফতেপুর উত্তরপাড়া মসজিদের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। ফারহানা ওয়াহেদা অমি সদর উপজেলার রামদাসপুর গ্রামের রায়হানুল ইসলামের স্ত্রী ও শহরের পেয়াদা পাড়ার আব্দুল ওয়াহেদ চঞ্চলের মেয়ে। অমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অমি ও তার স্বামী রায়হানুল মোটরসাইকেলযোগে মেহেরপুর থেকে রামদাসপুরের দিকে যাচ্ছিলেন। একই দিকে থেকে ঢাকা মেট্রো (ট—১৮—৪১৭৫) নম্বরের বালু বোঝাই একটি ট্রাকও যাচ্ছিল। পথিমধ্যে ফতেপুর উত্তরপাড়া মসজিদের সামনে পৌছালে তারা ট্রাকটিকে অতিক্রম করতে যেয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা ইটের স্তুপের মধ্যে পড়ে যায়। এসময় রায়হানুল স্তুপের উপর পড়লেও পিছনে থাকা স্ত্রী অমি পড়ে যায় ট্রাকের মাঝখানে। এতে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। আহত হন স্বামী। স্থানীরা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। এসময় উত্তেজিত জনতা ট্রাকটির কিছু অংশ ভাংচুর করে। অবস্থা বেগতিক দেখে ট্রাকের চালক পালিয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে।
মেহেরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইতোমধ্যে ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে পারিবার ময়নাতদন্ত করতে রাজি নয়। লিখিত পেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।







