সবার সংবাদ ডেস্ক:
জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন এবং আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসন ও মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শনিবার (৯ ডিসেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো শামীম হাসান।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক সাইদুর রহমান।
“উন্নয়ন, শান্তি নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ রুমন মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি নুরুল আহমেদ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। এর আগে শিল্পকলা একাডেমীর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।