সবার সংবাদ প্রতিবেদক:
খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি রেজাউল হকসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা মেহেরপুরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। শনিবার (১২ আক্টোবর) বিকাল পাঁচটার দিকে শহরের নায়েব বাড়ি পূজামন্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় ডিআইজি রেজাউল হক বলেন, সারাদেশের মত মেহেরপুরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। কোন অপীতিকার ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তায় বলয় তৈরি করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।
এ সময় অতিরিক্ত ডিআইজি (অপারেশন) মোঃ হাসানুজ্জামান, বিপিএম, পিপিএম,মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আকতার খানম পিপিএম, জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অশোক কুমার চন্দ্র সদস্য সচিব সঞ্জীব পালসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।







