মেহেরপুরে বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন

সবার সংবাদ ডেস্ক:

বেগম ফজিলাতুন্নেসা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল দশটার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সেলাই মেশিন বিতরণ করা হয়। সভাপতিত্ব করেন, মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান।

অনলাইন কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালামসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া। এছাড়াও এসময় সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদির মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দীন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামিম আরা হীরা, পৌর কাউন্সিলর রোকসান কামাল রুনু প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলার ২৫ জনকে সেলাই মেশিন বিতরণ করা হয়।