মেহেরপুরে ৪টি স্বর্ণের বারসহ দুইজন আটক
টপ নিউজ আইন-আদালত মেহেরপুর

মেহেরপুরে ৪টি স্বর্ণের বারসহ দুইজন আটক

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত থেকে চারটি স্বর্ণের বারসহ ২ জনকে আটক করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবি। স্বর্ণের আনুমানিক ওজন ৭০৪ গ্রাম এবং যার বাজার মূল্য প্রায় ৯৪ লক্ষ ৮৭ হাজার টাকা। আটককৃতরা হলো-বুড়িপোতা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মো: কালাম (৪৪) এবং একই গ্রামের মৃত ঝড়ু মন্ডলের ছেলে আরজ আলী (৭১)।

আসামীদের নামে মামলা দায়ের করে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধারকৃত স্বর্ণ মেহেরপুর ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে স্বর্ণের বার উদ্ধর এবং আসামীদের আটক করা হয়।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল মো: নাজমুল হাসান বলেন, বুড়িপোতা বিওপির বিশেষ আভিযানিক দলের কমান্ডার নায়েক মাসুদ হাওলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ১১৭ থেকে আনুমানিক ০১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শ্যানপাড়া তিন রাস্তার মোড় নামক এলাকায় অবস্থান নেয়। দুপুর সাড়ে ১২টার দিকে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে বাইসাইকেল যোগে সীমান্তের দিকে আসতে দেখলে বিজিবি’র সশস্ত্র টহলদল তাদেরকে থামার জন্য বলে।

এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে আসামীরা পালানোর চেষ্টা করলে টহলদল তাদেরকে ধাওয়া করে আটক করে। এসময় আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে কালামের কোমরের সাথে লুঙ্গির ভিতর লাল স্কচটেপ দ্বারা মোড়ানো আনুমানিক ৭০৪ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার উদ্ধার করে। এছাড়াও আটককৃতদের সাথে থাকা ০২টি বাটন মোবাইল ফোন এবং ০১টি বাইসাইকেল জব্দ করা হয়।

এঘটনায় বুড়িপোতা বিওপি’র টহল কমান্ডার নায়েক মাসুদ হাওলাদার বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করে আসামীদের থানায় হস্তান্তর করেছেন এবং উদ্ধারকৃত স্বর্ণ মেহেরপুর ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।