সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টায় মেহেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটার পল্লব ভট্টাচার্য, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, গাংনী পৌর মেয়র আহমদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিঙ্কন বিশ্বাস। এসময় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইন শৃঙখলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। মাদক নিয়ন্ত্রণ, শহরের যানজট নিরসন, পৌর বাসস্ট্যান্ডকে পুর্ণাঙ্গরূপে ব্যবহার, নদী, খাল ও অন্যান্য সরকারি স্থাপনা থেকে অবৈধভবে মাটিকাটা বন্ধকরণ, কুরবানীর সময় সীমান্ত দিয়ে অবৈধ পথে পশু প্রবেশ বন্ধকরণ, হাসপাতালে শান্তি শৃঙখলা বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।