গাংনীতে সাব-রেজিষ্ট্রার ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন
অন্যান্য মেহেরপুর

গাংনীতে সাব-রেজিষ্ট্রার ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে সাব-রেজিষ্ট্রারের কার্যলয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) সকালে গাংনী উপজেলা পরিষদ চত্ত¡রে ভবনের উদ্বোধন করা হয়। সাব-রেজিষ্ট্রার ভবন উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি সারা দেশেই অবকাঠামো উন্নয়ন করছেন। এরকম উন্নয়ন অন্য কোন সরকার করেনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, মেহেরপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল, উপ সহকারী প্রকৌশলী জামাল উদ্দীন, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা সাব রেজিষ্ট্রার মাহাফুজ রানা, গাংনী প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সাধারণ সম্পাদক মাহাবুব আলম প্রমুখ।