সাহারবাটি ইউনিয়নে টিসিবির কার্ড পাচ্ছে বিত্তবানরা
টপ নিউজ মেহেরপুর

সাহারবাটি ইউনিয়নে টিসিবির কার্ড পাচ্ছে বিত্তবানরা

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নে অসহায় বিধাব ও দুস্থদের মাঝে টিসিবির কার্ড বিতরণ না করে বিত্তবান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বজনদের মধ্যে কার্ড বিতরনের অভিযোগে উঠেছে। এমন অভিযোগ ঐ ইউনিয়ন পরিষদের সদস্যদের। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের সদস্যরা গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে অভিযোগ করেছে। তবে অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছেন চেয়ারম্যান মশিউর রহমান।

লিখত অভিযোগে ইউনিয়ন পরিষদের সদস্যরা জানান সাহারবাটি ইউনিয়নে টিসিবির কার্ড ছিল ৩৬৪টি। এ বছর কার্ড সংখ্যা ৫০০টি। চেয়ারম্যান মশিউর রহমান স্বজনপ্রীতি করে তার নিজের গ্রাম ও স্বজনদের মাঝে এ কার্ড বিতরণ করেছেন। এদের বেশির ভাগই বিত্তবান। এ ছাড়াও যারা আগে কার্ড পেয়েছিলেন তাদেরকে বাদ দেওয়া হয়েছে।

প্রকৃত হত-দরদ্রি, বিধাব, প্রতিবন্ধী ও হিন্দু সম্প্রদায়ের অস্বচ্ছলরা টিসিবি কার্ড পায় নাই।  কোন ওয়ার্ডের ইউপি সদস্যদের (মেম্বারের) মতামত গ্রহণ করা হয়নি। ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আনারুল ইসলাম বলেন, জোড়পুকুরিয়া গ্রামরে বশিষ্টি ব্যবসায়ী, বৃত্তবান ব্যক্তি কে কার্ড দেওয়া হয়েছে। ৯নং ওয়ার্ডের খলিলুর রহমান, শুকুরআলী, আসাদুল, চান্দালী, সকলেই প্রতিবন্ধী অসহায় ব্যক্তি।

০১নং ওয়ার্ডে গোপাল দাস,  আদরী, সুফালী দাস, সাগরবালা দাসী, সুনাতা, ছাড়াও আরো অস্বচ্ছল হিন্দু সম্প্রদায়ের যারা টিসিবি কার্ড থেকে বঞ্চিত। তাদের প্রত্যেকের নামে কার্ড থাকলেও নতুন তালিকায় বাদ দিয়েছে চেয়ারম্যান।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রনী খাতুন জানান, তিনি দায়িত্ব হস্তান্তর করে বদলী হয়েছেন। নতুন ইউএনও মহোদয় ব্যবস্থা নেবেন। চেয়ারম্যান মশিউর রহমান জানান, টিসিবির কার্ড আমিতো একক ভাবে করিনি। এ অভিযোগ সম্পূর্ণই ভিত্তিহীন। সংশ্লিষ্ট্য সকল ওয়ার্ডের সদস্যদের মাধ্যমেই করেছি।