গাংনীতে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু
মেহেরপুর দুর্ঘটনা

গাংনীতে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীর করমদি গ্রামে ফাতেমা খাতুন (১২) নামের এক মানসিক প্রতিবন্ধী কন্যাশিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে গিয়ে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের সৌদি প্রবাসী ইমারুল ইসলামের মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য তৌহিদ হোসেন জানান, ফাতেমা খাতুন তার চাচা এনামুল হকের সাথে বাড়ির পাশে পাঞ্জাব মন্ডলের পুকুরে গোসল করতে যায়। গোসল শেষ করে চাচা এনামুল পুকুর থেকে উঠলেও ফাতেমা খাতুনকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। 

বাড়ির লোকজনসহ ও প্রতিবেশীরা পুকুরে তল্লাশি শুরু করে ফাতেমার মরদেহ উদ্ধার করে স্থানীয় সন্ধানী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম এ ঘটনা সত্যতা নিশ্চিত করেন এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান।