সবার সংবাদ ডেস্ক:
প্রচন্ড শীতে বিপর্যস্থ মেহেরপুরের জনজীবন। দেশের যে কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে, এর মধ্যে মেহেরপুর অন্যতম। তাপমাত্রা নেমে এসেছে ৭ ডিগ্রী সেলসিয়াসের নিচে। মঙ্গলবার সকাল ৯টা গড়িয়ে গেলেও সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশায় আচ্ছন্ন পুরো জেলা। দিনের বেলায় হেড লাইড জ্বালিয়ে যানবাহন চলাচল করছে।
শীত নিবারনের জন্য আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে অনেকেই। সবচাইতে বেশি বিপাকে আছে ছিন্নমূল ও শ্রমজিবী মানুষ। প্রতিদিনের আয়ে ভাটা পড়েছে তাদের। ফলে পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে দিনপাত করতে হচ্ছে তাদের। শৈত্যপ্রবাহের কারণে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে শিক্ষা অধিদপ্তর। মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, চলতি সপ্তাহ থেকে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। প্রায়ই দিনই ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকছে সর্বনিম্ন তাপমাত্রা।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী মেহেরপুর জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নেচে থাকার সম্ভাবনার কারণে, মঙ্গলবার ও আগামীকাল ২৪ জানুয়ারি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। যতদিন তামপাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে ততদিন স্কুল বন্ধ রাখা হবে।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৬টায় জেলার তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। পরে সকাল ৯টায় তাপমাত্রা আরও কমে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ। এ অঞ্চলের উপর দিয়ে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। সাথে রয়েছে উত্তরের হিমেল হাওয়া।