সবার সংবাদ ডেস্ক:
আমাদের সকলের সামান্য অবদানে বেঁচে যেতে পারে একটি প্রাণ। হাইড্রোসেফালাস রোগে আক্রান্ত ফুটফুটে শিশু আফরা ইবনাথ সাফা। বয়স দুই বছের। জন্মগত ভাবে প্রতিবন্ধি সে। তার উন্নত চিকিৎসার জন্য মানবিক সহায়তার আবেদন করেছেন শিশু সাফা’র হতভাগ্য বাবা ও মা। মেয়ের চিকিৎসা করাতে গিয়ে সর্বস্ব হারিয়েছেন পরিবারটি।
বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়ায় ভেলোর সিএমসি হাসপাতালে তার ব্রেনের চিকিৎসা চলছে। আগামী ২ জানুয়ারী শিশুটির অপারেশনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এই অপারেশনে অনেক টাকার প্রয়োজন তাই মেয়েকে বাঁচাতে সমাজের বিত্তবান ও প্রবাসীসহ সকলের কাছে সাহায্য ও দোয়া কামনা করেছেন শিশু সাফা’র বাব মেহেরপুর পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ড,কাশ্যব পাড়ার সম্রট রাসেল মাহমুদ ও মা সাবরীনা সুলতানা ।
তাই আসুন না সকলে মিলে একটু মানবতার হাত বাড়িয়ে দেই। সাফা’র মায়ের পার্সনাল বিকাশঃ ০১৯৮৫ ৩৩৩২৫৫, রকেটঃ ০১৭৮০ ১৯৪৭০৬,অগ্রণী ব্যংকের সঞ্চয়ী হিসাব নংঃ ০২০০০১৬৬৭০৪৭০। সময় অল্প তাই দ্রুত তাদের সাহায্য করতে এগিয়ে আসুন।