আন্তর্জতিক ডেস্ক:
পাকিস্তানের দক্ষিণাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজন বাড়িতে ফিরে আসার সময় তাদের বহনকারী বাসে আগুন লেগে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। বন্দর শহর করাচিকে সিন্ধু প্রদেশের হায়দ্রাবাদ ও জামশোরো শহরের সঙ্গে সংযোগকারী এম-৯ মহাসড়কে বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
পাকিস্তানের সংসদীয় স্বাস্থ্য সচিব সিরাজ কাসিম সুমরো সাংবাদিকদের বলেন, ওই দুর্ঘটনায় এ পর্যন্ত ১৭ জন যাত্রীর মৃত্যু হয়েছে, আহত ১০ জনকে উদ্ধার করার পর চিকিৎসা দিয়েছে উদ্ধারকারী দলগুলো।”বাসটিতে প্রায় ৩৫ জনের মতো যাত্রী ছিল বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
জামশোরোর ডিসি আসিফ জামিল বলেন, ওই বাসে যারা ছিলেন তারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ। তারা ওই মহাসড়কের আশপাশে কোথাও আশ্রয় নিয়ে ছিলেন। দাদু জেলার নিজেদের বাড়িতে ফিরছিলেন তারা। এ উদ্দেশ্যে তারা ভাড়া করা গাড়ি ব্যবহার করছিলেন বলে জামিল জানান।
বন্যায় সিন্ধু প্রদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর একটি হল দাদু। কী থেকে বা কেমন করে বাসটিতে আগুনের সূচনা হয়েছে তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি।পুলিশ জানিয়েছে, বাসটির পেছনের অংশে আগুন লাগার পর তা পুরো বাসে ছড়িয়ে পড়ে এমন ধারণাই পাওয়া যাচ্ছে।
আগুন থেকে বাঁচতে কিছু যাত্রী বাসটি থেকে লাফিয়ে পড়েছিলেন। এর আগে অগাস্টে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতানের এক মহাসড়কে একটি বাসের সঙ্গে তেলবাহী লরির সংঘর্ষের পর আগুন ধরে গেলে ২০ জনের মৃত্যু হয়। দুর্বল সড়ক অবকাঠামো, ফিটনেসবিহীন যানবাহন ও অতিরিক্ত গতির কারণে পাকিস্তানে প্রায়ই প্রাণক্ষয়ী সড়ক দুর্ঘটনা ঘটে।