সবার সংবাদ প্রতিবেদক:
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, সড়কে শৃঙ্খলা ও সচেতনতা বৃদ্ধির জন্য মেহেরপুর মহিলা কলেজ মোড়ে যৌথবাহিনীর অভিযান। বুধবার (৬ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন জানান, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, সড়কে শৃঙ্খলা ও সচেতনতা বৃদ্ধির জন্য আজ আমাদের এ অভিযান।
অভিযানে সময় রেজিস্ট্রেশন বিহীন ১২ জন চালকের কাছ থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ আইনে এক লাখ টাকা জরিমানা, ১০ জনকে ড্রাইভিং ও হেলমেট না থাকায় মামলা ও দুইটা জিক্সার অনটেস্ট মোটরসাইকেল আটক করা হয়। পাশাপাশি অনেক চালককে সচেতন করা হয়। হেলমেট ও লাইসেন্স ছাড়া মোটরসাইকেল ড্রাইভিং না করার জন্য পরামর্শ দেওয়া হয়।