সবার সংবাদ প্রতিবেদক:
জীবনে সফল হওয়া সহজ তবে স্বার্থকতা অর্জন করা বড় কঠিন। আর এজন্য আপনাকে সৎ হতে হবে সেই সাথে থাকতে হবে নির্ভূলতা। এই দুটির সমন্বয় ঘটাতে পারলেই স্বার্থকতা অর্জন করা সম্ভব। কথাগুলো বলেছেন অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারি মনির হায়দার।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত মেহেরপুরে সাংবাদিকদের তিন দিনের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, সাংবাদিকতার মাধ্যমেই আপনি আপনার স্বার্থকতা দ্রুত অর্জন করতে পারবেন। কারণ এ পেশা থেকেই আপনি বৃহত্তর জনগোষ্ঠীর উপকারে আসতে পারেন। অন্য কোন পেশা থেকে এটি দ্রুত অর্জন করা সম্ভব নয়। এ জন্য দরকার নির্ভূলতা। আপনি যদি ২০ টি রিপোর্ট নির্ভূলতার সাথে করতে পারনে, একটি রিপোর্ট যদি ভূল হয় তাহলে আপনার সমস্ত অর্জন শেষ হয়ে যাবে। একটি মাত্র ভূলের কারণে।
আপনি নিজেকে আলোচনায় রাখার জন্য ফেক নিউজ করতে পারেন, এতে আপনার আত্মমর্যাদা তৈরি হবে না। অনেক বেশি রিপোর্ট করার জন্য আপনি সামনে যা পাইলেন তা দিয়ে রিপোর্ট তৈরি করে দিলেন। দিন শেষে আপনি আপনার কাঙ্খিত জায়গায় নাও যেতে পারেন। এই প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকতায় উন্নতি করতে পারেন। এজন্যই এ প্রশিক্ষণে সব সাংবাদিকদের বেশি বেশি করে অংশ নেওয়া উচিৎ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, পিআইবির সহকারি প্রশিক্ষক নিপুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক।
পরে তিন দিনের প্রশিক্ষণে অংশ নেওয়া টেলিভিশন ও প্রীন্ট মিডিয়ার ৭০ জন সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি।