সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে র্যাবের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভূক্ত ৪ নং আসামি মন্টু ওরফে ভূট্টো মন্ডল (৩২) কে গ্রেফতার করেছে র্যাব-১২ এর একটি দল। শুক্রবার দিবাগত রাতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের রাকিবুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ভূট্টো মন্ডলকে গ্রেফতার করে। গ্রেফতাকৃত ভূট্টো মন্ডল গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের আমিন মন্ডলের ছেলে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) সিপিসি মেহেরপুর ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার গোলাম ফারুক বলেন, র্যাবের উপর হামলা করার পরপরই পলাতক ছিল আসামি ভূট্টো। তার লোকেশন সঠিক করেই আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামে অপরাশেন চালানো হয়। গ্রেফতার ভূট্টোকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে মাদক ব্যবসায়ীদের হামলায় র্যাবের উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার রায়কে হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় পাঁচ জনকে আসামি করে মামলা গাংনী থানায় মামলা দায়ের করা হয়। ওই দিনই গুলিবিদ্ধ অবস্থায় মাদককারবারী আনোয়ার হোসেন সুইট নামে একজনকে গ্রেফতার করা হয়।