সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ভলিবল লীগে মেহেরপুরের গাংনী পৌর ভলিবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় গাংনী পৌর ভলি একাদশ ২৫-১৮,২৫-১৯ সেটে মেহেরপুর সদর উপজেলার রাজনগর গোল্ডেন ক্লাব কে পরাজিত করে।
খেলার রাজনগর গোল্ডেন ক্লাবের সজীব সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলাটি পরিচালনা করেন একে আজাদ টিটু ও ফারহা হোসেন লিটন। সহযোগিতা করেন কামাল হোসেন মিন্টু। খেলা শেষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়শনের সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস।