পঞ্চগড়ে নৌকাডুবি, ২৪ জনের লাশ উদ্ধার, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক
টপ নিউজ জাতীয় সারাদেশ

পঞ্চগড়ে নৌকাডুবি, ২৪ জনের লাশ উদ্ধার, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক

রবিবার বিকেলে পঞ্চগড়ে নৌকাডুবি ঘটনায় ২৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে স্বীকার করেছে পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা। এই ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন। তাৎক্ষণিকভাবে মৃতদের সৎকারে ২০ হাজার এবং আহতদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা এখনও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সহ বিভিন্ন স্বেচ্চাসেবী সংগঠনের কর্মীরা কাজ করে যাচ্ছেন। স্বজনদের আহাজারিতে ঘটনাস্থল এখন ভারী হয়ে আছে। মরদেহ কিংবা স্বজনদের সন্ধানে ঘটনাস্থলে ভীড় করেছেন শত শত মানুষ।