আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের দক্ষিণাঞ্চলের করাচি শহরের এক শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ নভেম্বর) এই ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। করাচির কর্তৃপক্ষ ও স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার বহুতল ভবন আরজে মলে আগুন লাগার পর তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। বাণিজ্যিক ভবনটিতে কল সেন্টার ও বেশ কয়েকটি আইটি ফার্ম রয়েছে।
করাচির মেয়র মুর্তজা ওয়াহাব সিদ্দিকী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এছাড়া ২২ জন আহত হয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত খবরে জানা যায়, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই আগুনের ভয়াবহতা পর্যবেক্ষণ করে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। শনিবার ভোরে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সম্প্রচারমাধ্যম জিও নিউজ।
স্থানীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৫০ জনকে ঘটনাস্থল উদ্ধার করেছে দমকলবাহিনী। তারা বলছে, ভবনের ভেতরে এখনও অনেক মানুষ আটকা পড়ে আছেন। এদিকে আহত ব্যক্তিদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । এই ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কারণ দ্রুত উদ্ঘাটন করা হবে।