আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে ফৌজদারি মানহানির মামলায় দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০১৯ সালের নির্বাচনি সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবি নিয়ে মন্তব্যের জন্য বৃহস্পতিবার গুজরাটের আদালত দোষী সাব্যস্ত করে রাহুলকে।
বিবিসির খবরে বলা হয়, কংগ্রেস দলের সাংসদ রাহুল সাজা ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। তবে এখনই জেলে যেতে হবে না রাহুলকে। তাকে ৩০ দিনের জন্য জামিন দিয়েছে আদালত। এ সময়ে দোষী সাব্যস্ততার বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন রাহুল।
গত সাধারণ নির্বাচনের আগে কর্ণাটক রাজ্যে একটি নির্বাচনি সমাবেশে বক্তৃতার সময় রাহুল গান্ধী বলেছিলেন, কেন সব চোরের উপাধি মোদি থাকে? নীরব মোদি, ললিত মোদি, নরেন্দ্র মোদি।
নীরব মোদি একজন পলাতক ভারতীয় হীরা টাইকুন। আর ললিত মোদি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সাবেক প্রধান। দুর্নীতির দায়ে ভারতের ক্রিকেট বোর্ড তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে। ভারতের শাসকদল ভারতীয় জনতা পার্টির-বিজেপির আইনপ্রণেতা পূর্ণেশ মোদির অভিযোগের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয়েছিল। অভিযোগে তিনি জানিয়েছেন, এই মন্তব্য করে সমগ্র মোদি সম্প্রদায়ের মানহানি করেছেন রাহুল।
তবে কেউ কেউ বলেছেন, তারা রায়ে বিভ্রান্ত হয়েছেন। আইনি পণ্ডিত গৌতম ভাটিয়া টুইটে লেখেন, “যদি কেউ একজন বলে ‘সব আইনজীবী চোর’, তাহলে একজন আইনজীবী হিসেবে আমি তার বিরুদ্ধে মানহানির মামলা করতে হলে অভিপ্রায়টি আমাকে টার্গেট করেছে কি না তা দেখাতে হবে।
রায়ের বিরুদ্ধে রাহুল গান্ধী আপিল করবেন বলে এক টুইটে জানিয়েছে কংগ্রেস। এতে লেখা হয়, ‘আমরা লড়াই করব এবং জিতব’। রাহুলের আইনজীবী কিরিট পানওয়ালা বিবিসি গুজরাটিকে বলেন, ‘রাহুল আদেশের পর বিচারককে বলেছিলেন তিনি গণতন্ত্রের পক্ষে ভাষণ দিয়েছেন’।