নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ; প্রধান পলাতক আসামী গ্রেফতার
সারাদেশ আইন-আদালত

নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ; প্রধান পলাতক আসামী গ্রেফতার

সবার সংবাদ ডেস্ক:

রংপুর জেলার পীরগাছা এলাকায় নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের প্রধান পলাতক আসামী মোঃ রিপন মিয়া কে (২২) গ্রেফতার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬ ক্যাম্পের একটি দল। বুধবার তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার চন্ডিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে গত প্রায় দেড় বছর যাবত স্কুলে আসা যাওয়ার পথে আসামী রিপন মিয়া রিনাকে (ছদ্দ নাম) বিভিন্ন রকম কু-প্রস্তাব দিতো এবং উত্ত্যক্ত করত। কুপ্রস্তাবে রিনা রাজী না হওয়ায় রিপন রিনার উপর ক্ষিপ্ত হয়। গত ১৮ জানুয়ারি ২০২৩ তারিখ বিকেলে রিনা তার বাড়ির পার্শ্বে ঘুরতে বের হলে রিপন তার সহযোগীদের নিয়ে মোটরসাইকেলযোগে রিনাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে একটি বাড়িতে আটকে রেখে আসামী একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত বিষয়ে রিনার মা বাদী হয়ে পীরগাছা থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‌্যাব রিনাকে উদ্ধার ও আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় অদ্য বুধবার র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, রিপন ঝিনাইদহ জেলার শৈলকুপা থানা এলাকায় আতœগোপন করে আছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক দলটি শৈলকুপা থানাধীন চন্ডিপুর এলাকায় অভিযান পরিচালনা করে  রিপন মিয়া কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। রিপনকে রংপুর জেলার পীরগঞ্জ থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন।