মুজিবনগরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
অন্যান্য মেহেরপুর

মুজিবনগরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

সবার সংবাদ ডেস্ক:

বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কেককাটা এবং বেলুন ওড়ানোর মধ্য দিয়ে মুজিবনগরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। শুক্রবার (১২ মে) সকালে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নার্সিং কর্মকর্তাদের উদ্যোগে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়। নার্সিং সুপার ভাইজার সুশীলা মন্ডলের সভাপতিত্বে নার্সিং কর্মকর্তা তারা বানুর সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  চত্বরে অনুষ্ঠিত “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডাঃ তৌফিক আহাম্মদ,ডাঃ আহসান হাবিব, নার্সিং সুপারভাইজার সুশীলা মন্ডল, সিনিয়র স্টাফ নার্স মার্থা সুকেশী বিশ্বাস,হাবিবা খাতুন,নার্সিং কর্মকর্তা সলোমন মল্লিক প্রমুখ।

এর আগে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডাঃ তৌফিক আহাম্মদের নেতৃত্বে হাসপাতাল চত্বর থেকে শুরু করে প্রধান গেট প্রদক্ষিণ করে হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে বেলুন উড়িয়ে এবং কেক কেটে আন্তর্জাতিক নার্স দিবস অনুষ্ঠানের সূচনা করা হয এবং মোমবাতি জ্বালিয়ে শপথ করা হয়।

র‌্যালিতে অন্যদের মধ্যে  নার্সিং সুপার ভাইজার সুশীলা মন্ডল, মহিলা ও শিশু ওয়ার্ড ইনচার্জ জিন্নুরায়েন পারভিন, পুরুষ ওয়ার্ড ইনচার্জ শাম্মী আক্তার, ভায়া ইনচার্জ শিখা মল্লিক, লেবার ওয়ার্ড ইনচার্জ সালমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।