সবার সংবাদ ডেস্ক:
মরণব্যাধী ব্লাড ক্যান্সার কেড়ে নিল শিশু আন্নাফ রহমান (৯) এর প্রাণ (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। দীর্ঘদিন মরণব্যাধী ক্যান্সারের সাথে লড়াই করে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে পাচটার দিকে সে মৃত্যুবরণ করে। আন্নাফ মেহেরপুর শহরের হোটেল বাজার পাড়ার আতিয়ার রহমানের ছেলে।
দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত শিশু আন্নাফের চিকিৎসা চলছিল। আন্নাফ দীর্ঘ ১ বছরের বেশি সময় মরণব্যাধী ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছিলো।
আন্নাফ সাংবাদিক মিজানুর রহমানের ভাইয়ের ছেলে ও সাংবাদিক মুজাহিদ মুন্নার চাচাতো ভাই। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রাত ১০ টার সময় হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাযা অনুষ্ঠিত হবে।