মেহেরপুরে ইয়াং বাংলা ফিউচার লিডার্সের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি
টপ নিউজ মেহেরপুর

মেহেরপুরে ইয়াং বাংলা ফিউচার লিডার্সের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি

সবার সংবাদ ডেস্ক:

উন্নয়ন, অগ্রযাত্রা, শান্তি, সমৃদ্ধ, সাফল্য ও স্মার্ট মেহেরপুর গড়ার লক্ষ্যে ইয়াং বাংলা ফিউচার লিডার্স এর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ইয়াং বাংলা ফিউচার লিডার্সের আয়োজনে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।র‌্যালিটি কোর্ট মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ শামসুজ্জোহা পার্কে এসে শেষ হয়।

এসময় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ইয়াং বাংলা ফিউচার লিডার্সের লক্ষ্য হচ্ছে আগামীর বাংলাদেশ গড়া। এই তরুণদের জন্যই আগামীর বাংলাদেশ। তরুণরা লেখাপাড়া করে নিজেদেরকে দক্ষ ও যোগ্য তৈরী করে বঙ্গবন্ধুর আদর্শে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হয়ে আগামী দিনের জন্য তরুণরা তৈরী হবে সেটিই হচ্ছে লক্ষ্য। আগামী জাতীয় নির্বাচনে এই তরুণ সমাজকে ব্যাপকভাবে ভূমিকা রাখতে হবে।

এসময় ইয়াং বাংলা ফিউচার লিডার্স মেহেরপুর জেলা শাখার আহবায়ক আদিব হোসেন আসিফ, যুগ্ম আহŸায়ক ইব্রাহিম, মুজিবনগর উপজেলা শাখার সভাপতি হাসানুজ্জামান লাল্টু, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিনসহ ইয়াং বাংলা ফিউচার লিডার্সের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।