মেহেরপুরে টাকা আত্মসৎ এর ঘটনায় গ্রেফতার-১
টপ নিউজ আইন-আদালত মেহেরপুর

মেহেরপুরে টাকা আত্মসৎ এর ঘটনায় গ্রেফতার-১

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে মোঃ খাইরুল ইসলাম (৩৩) নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ। আটক খাইরুল মেহেরপুর শহরের ফৌজদারী পাড়ার মৃত বদর উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। জানা গেছে, মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকার সেতু টেলিকম দোকানের মাসিক বেতনভুক্ত কর্মচারী খাইরুল। উক্ত দোকানের নগদ, বিকাশ, রকেট ও উপায় হতে এবং দোকানের অর্জিত টাকা সহ ৬ লক্ষ টাকা আত্নসাৎ করে পালিয়ে যায়। 

উক্ত ঘটনার প্রেক্ষিতে সেতু টেলিকম এর মালিক মোঃ ফজলুল হক বাবু বাদী হয়ে ১৫ ফেব্রুয়ারি মেহেরপুর সদর থানায় একটি মামলা করেন। যার মামলা নং- ১৯। এঘটনায় পুলিশ অভিযান চালিয়ে 

সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে খাইরুলকে গ্রেফতার করে। এসময় তার নিকট হতে নগদ ২৭ হাজার ৫’শ টাকা ও বিভিন্ন লোডের ব্যবহৃত চারটা মোবাইল উদ্ধার করা হয়। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মইনুল আহমেদ জানান গ্রেফতার খাইরুল কে আদালতে প্রেরণ করা হয়েছে।