সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর সদর উপজেলার চাঁদপুর সড়কে বাসের চাপায় নিহত হয়েছেন শামিম আহমেদ (৩০) নামের এক পশু চিকিৎসক। বৃহস্পতিবার সকালে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদপুর স্থানে মেহেরপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী রয়েল পরিবহনে পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। নিহতের বাড়ি মেহেরপুর সদর উপজেলার বারাদি ইউনিয়নের সিংহাটি গ্রামে। তার পিতার নাম শাজাহান আলী।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সোহরাব হোসেন জানান-শামিম আহমেদ গ্রামের সবার পরিচিত পশু চিকিৎসক ছিলেন। তিনি প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার বিভিন্ন গ্রামে পশু চিকিৎসার জন্য বের হয়ে পাশের গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সকালে নিজ মোটর সাইকেলযোগে চাঁদপুর এলাকায় পৌঁছালে মেহেরপুর-ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাস পিছন থেকে তাকে চাপা দেয়।
এ সময় পালসার মোটর সাইকেল সহ শামিম বাসের নীচে পড়লে ঘাতক বাস চালক বেশ কয়েক গজ টেনেহিঁচড়ে তাকে নিয়ে যায়। পরে আহত শামিমকে বাসের নীচ থেকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মেহেরপুর ফায়ার সর্ভিস ষ্টেশনের ভারপ্রাপ্ত ষ্টেশন কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক জানান-দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা মোটর সাইকেল সহ চালক শামিম আহমেদকে উদ্ধার করে মেহেরপুর হাসপাতালে নেয়।
মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মোতালিব হোসেন জানান- হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাইফুল ইসলাম জানান- মোটর সাইকেল চালক পশু চিকিৎসক শামিম রয়েল পরিবহনের চাপায় নিহত হয়েছেন। হাসপাতাল থেকে শামিমের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রয়েল পরিবহন আটক হয়েছে। তবে চালক পলাতক। অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।