সবার সংবাদ ডেস্ক:
“বঙ্গবন্ধুর দর্শণ, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস। দিবসটি উপলক্ষে আজ সকাল সাড়ে ১০ টার সময় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম। শোভযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস। এসময় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম।অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম,
জেলা সমবায় সহকারী প্রশিক্ষক মোঃ রোকনুজ্জামান তুষারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা সমবায় কর্মকর্তা প্রভাস চন্দ্র বালা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবাইদুল্লাহ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসেম প্রমুখ। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ।
এসময় বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কয়েকটি সমবায় সমিতির প্রতিনিধিকে পুরস্কৃত করা হয়।







